নগরীর কাজলশাহ থেকে নৃত্যশিল্পী সুবর্ণার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬

নগরীর কাজলশাহ থেকে নৃত্যশিল্পী সুবর্ণার ঝুলন্ত লাশ উদ্ধার

Saha

সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর কাজলশাহ এলাকায় নিজ বাসা থেকে নৃত্যশিল্পী সুবর্ণা সাহার (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) রাতে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, সুবর্ণা আত্মহত্যা করেছে।

পুলিশ জানায়- মায়ের সাথে নগরীর কাজলশাহ এলাকার ৫২/৩ নং বাসায় বসবাস করতেন সুবর্ণা। সুবর্ণা সাহা নৃত্যশিল্পীদের সংগঠন ‘নৃত্যশৈলী’র সদস্য ছিলেন। তিনি নগরীর খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতাও করতেন। বুধবার রাত ৮টার দিকে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সুহেল আহমদ বলেন- কী কারণে সুবর্ণা সাহা আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হবে।

এদিকে, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণত সম্পাদক রজত কান্তি গুপ্ত জানান- আজ বৃহস্পতিবার দুপুর ২টায় শহীদ মিনারে গুণী এই নৃত্যশিল্পীকে শ্রদ্ধা জানানো হবে। এরপর বিকাল ৩ টায় চালিবন্দরস্থ মহাশশ্মানঘাটে তাঁর অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com