নগরীর কুশিঘাট থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

নগরীর কুশিঘাট থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর কুশিঘাট থেকে ফাহিম আহমদ (২৪) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।

 

সোমবার (২৯ জুন) ভোররাত আড়াইটায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ধারালো ছুড়িও উদ্ধার করা হয়।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারের পর ফাহিম আহমদ হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং জবানবন্দী শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

 

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টায় ফাহিম আহমদ (২৫) নামে এক ব্যক্তিকে আসামি আলী হাসান, তায়েফ ও আসামি ফাহিম আহমদ (২৪) সহ অন্যান্য আসামিরা মিলে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com