নগরীর খাসদবিরে পাথর ব্যবসায়ীর বাসায় ডাকাতি

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, মে ২, ২০১৬

নগরীর খাসদবিরে পাথর ব্যবসায়ীর বাসায় ডাকাতি

Manual8 Ad Code

8460882

সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর খাসদবির এলাকার একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোর রাতে খাসদবির আবাসিক এলাকায় পাথর ব্যবসায়ী জায়নাল মিয়ার বন্ধন জি ২৩/৩ নং বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।

Manual4 Ad Code

জায়নাল মিয়া জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতরা প্রথমে ঘরের জানালা ভেঙে ভেতর প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যতে হাত-পা বেঁধে ফেলে। এরপর বিচানার চাদর দিয়ে সবার মুখ ডেকে দিয়ে ডাকাতি চালিয়ে ঘরে থাকা ১৫ ভরি স্বর্ণ, দুটি মোবাইল ও অন্যান্য মালপত্র লুটে নেয়। এদিকে, খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলম জানিয়েছেন, খাসদবিরে ডাকাতি নয়, চুরি হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code