সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৬
সুরমা মেইল নিউজ : যৌতুক না পেয়ে সিলেট নগরীর পীর মহল্লায় হত্যা করা হয় গৃহবধূ আয়েশা খানমকে (২৬)। প্রায় এক সাপ্তাহ পূর্বে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছে। রোববার বিকেলে পীর মহল্লার সুনু মিয়ার ১৮২ নং ভাড়াটে বাসা থেকে আয়েশা খানমের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহত আয়েশার বড় ভাই সালেহ আহমদ বাদী হয়ে রোববার রাতেই এয়ারপোর্ট থানায় ৫জনকে আসামী করে হত্যা মামলা নং-৭ দায়ের করেন। এ ঘটনার পর থেকেই আয়েশার স্বামী কয়েছ আহমদ দুই কন্যা সন্তানকে নিয়ে পলাতক রয়েছেন।
মামলার এজহার নামীয় আসামীরা হচ্ছে-বিয়ানীবাজারের গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা মৃত সোরাব আলীর ছেলে নিহত আয়শার স্বামী কয়েছ আহমদ, শহর আলী, শাহীন আহমদ, সাহেল আহমদ। এছাড়াও মামলায় আসামী করা হয় কয়েছের মা আখি দিখিকে।
ওসমানী হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ আয়েশা বেগমের লাশ পুরোটাই পচে গেছে। তাকে কিভাবে হত্যা করা হয়েছে তা নিশ্চিত নয় ফরেনসিক বিভাগ। তবে লাশের বডি থেকে কিছু আলামত সংগ্রহ করে তা পরীক্ষা-নীরিক্ষার জন্য অন্যত্র ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে।।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ময়নাতদন্ত শেষে সিলেট ওসমানী হাসপাতাল থেকে বেলা সাড়ে ৩টায় আয়েশা বেগমের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আছরের নামাজের পর জানাযা শেষে তার লাশ সিলেট নগরীর মানিকপীর (রহ.) মাজারে দাফন করা হবে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার এজহার নামীয় আসামিদেরকে গ্রেফতার করার জন্য পুলিশী অভিযান অব্যাহত আছে। যৌতুকের টাকা না দেয়ায় গৃহবধূ আয়েশাকে হত্যা করা হয় বলে আমরা নিশ্চিত।
Design and developed by ওয়েব হোম বিডি