নগরীর রায়নগরে যুবলীগ নেতার ছুরিকাঘাতে নিহত ১

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬

নগরীর রায়নগরে যুবলীগ নেতার ছুরিকাঘাতে নিহত ১

churi_aghat_478348842

সুরমা মেইল নিউজ : সিলেটে যুবলীগ নেতার ছুরিকাঘাতে বিপ্লব রায় বিপুল (৩৩) নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় বিপুলের সঙ্গী অনন্ত আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে নগরীর রায়নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল নগরীর মেজরটিলার বাসিন্দা ও সিলেটের বিশ্বনাথ উপজেলার লহরীদর্প গ্রামের মৃত বিজয় রায়ের ছেলে।

আহত অনন্ত বলেন, ঘটনার সময় যুবলীগ নেতা জমসেদ সিরাজ বিপুলকে ডেকে আনেন। এরপর জমসেদ, রুবেল দাশ, কবির আহমেদসহ ১০/১৫ জন বিপুলকে অন্ধকারে নিয়ে ছুরিকাঘাত করেন। তাকে উদ্ধার করতে গেলে তারা আমার ওপরও আক্রমণ চালায়। বিপুল মাস খানেক আগে বিয়ে করেন। পূর্ব বিরোধ থেকে তাকে ডেকে ছরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালে আনা হলে রাত দেড় টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিপুল মারা যান।

সিলেট কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার (এসআই) ফয়াজ উদ্দিন ফয়েজ খুনের সত্যতা নিশ্চিত করে বলেন, জমসেদ সিরাজসহ কয়েকজন হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে জানতে পেরেছেন। বিপুলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com