নগরীর শেখঘাটে মাইক্রোর চাপায় রিকশাচালকের মৃত্যু

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

নগরীর শেখঘাটে মাইক্রোর চাপায় রিকশাচালকের মৃত্যু

45-300x121সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর শেখঘাটে মাইক্রোবাস চাপায় এক রিকশাচালক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার (০৯ জুন) বিকাল ৫টার দিকে শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে কাজিরবাজার সেতুর মুখে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বেশক’টি যানবাহন ভাঙচুর করে।

জানা যায়, কাজিরবাজার সেতুর মুখে দাঁড়িয়ে থাকা একটি রিকশার চালককে চাপা দেয় ব্রিজ দিয়ে আসা একটি মাইক্রোবাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারাণ ওই রিকশাচালক। এসময় আহত হন আরো দুই ব্যক্তি। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত কারো পরিচয় জানা যায়নি।

সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ি ইনচার্জ এসআই বেনু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com