সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর শেখঘাট এলাকা থেকে ৬ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট এলাকায় ব্যারিকেড দিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার সহকারি কমিশনার মো. নূরুল হুদা আশরাফী।
তাদের কাছ থেকে রক্তমাখা ছোরা উদ্ধার ও ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাস আটক করা হয়েছে।
নূরুল হুদা আশরাফী জানান- ছিনতাইকারীদের একটি দল আসছে এমন তথ্য পেয়ে কাজিরবাজার সেতুর উত্তরপ্রান্তে জিতু মিয়ার পয়েন্ট এলাকায় ব্যারিকেড দেয়া হয়। ছিনতাইকারীদের বহনকারী মাইক্রোবাসটি জিতু মিয়ার পয়েন্টে এসে বেপরোয়া গতিতে ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে।
এসময় পুলিশ তাদেরকে ঘিরে ধরে। পরে মাইক্রোবাসের ভেতর থেকে ৬ ছিনতাইকারীকে আটক করা হয়।
ছিনতাইকারীদের কাছ থেকে রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়েছে। আটককৃত ছিনতাইকারীরা জানিয়েছে তারা আম্বরখানায় একটি ছিনতাই করে আসছে। শেখঘাট এলাকা ও কাজিরবাজার সেতুর উপর ছিনতাইর পরিকল্পনা ছিল তাদের।
আটককৃতদের নাম ও পরিচয় তাৎক্ষনিক জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা আশরাফী।
Design and developed by ওয়েব হোম বিডি