নগর আলোতে সব ফ্যামিলিই অখুশি

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৫

নগর আলোতে সব ফ্যামিলিই অখুশি
Musarof

‘নগর আলো’ নাটকের একটি দৃশ্য

 

সুরমামেইল. বিনোদন ডেস্ক : তিনজন ব্যাচেলর যুবক অনেক কষ্টে একটা ব্যাচেলর বাসা খুঁজে পায়। চারতলা বাড়িটির তিনটা ফ্লোরেই থাকে ফ্যামিলি আর একটা মাত্র ফ্লোরে ব্যাচেলর। এই ফ্যামিলি বাসায় ব্যাচেলর ভাড়া দেয়ায় অন্য সব ফ্যামিলিই অখুশি। বাড়িওয়ালার কাছে সবাই নালিশ করে কিন্তু বাড়িওয়ালা ভাড়া বেশি পেয়েছে সুতরাং ব্যাচেলর ভাড়া দিবেই।

গল্প এভাবে শুরু। তারপর নাগরিক জীবনযাপনের চিত্র। শহুরে সংগ্রামে টিকে থাকার যুদ্ধ। সবমিলিয়ে ‘নগর আলো’। ধারাবাহিকটি লিখেছেন সাজিন আহমেদ বাবু। চিত্রগ্রহণ ও পরিচালনায় এম আর মিজান। ২৯ ডিসেম্বর থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় মাছরাঙা টিভিতে দেখা যাবে ধারাবাহিকটি।

অভিনয়ে_ মোশাররফ করিম, জেনি, ফারুক আহমেদ, শামিমা নাজনীন, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য, পুতুল, জুঁই করিম প্রমুখ। নাটকটি খুব শীঘ্রই যে কোন একটি প্রাইভেট চ্যানেলে প্রচারিত হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com