নগ্নদৃশ্যে অভিনয় করতে আগ্রহী অনিল পুত্র

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬

নগ্নদৃশ্যে অভিনয় করতে আগ্রহী অনিল পুত্র

horshobordhon_বিনোদন ডেস্ক :: জনপ্রিয় অভিনেতা অনিল কাপূরের ছেলে হর্ষবর্ধন কাপূর বলিউডে সম্প্রতি পা রেখেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ‘মিরজিয়া’ ছবিতে। গত তিন বছরের অক্লান্ত শ্যুটিংয়ের পরে গতকাল এই ছবিটি মুক্তি পেয়েছে।

এরই মধ্যে তার ইচ্ছে হয়েছে নগ্নদৃশ্যে অভিনয় করার। শুধু তাই নয়, একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন নগ্নদৃশ্যে অভিনয় করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন।

তার এই মন্তব্য শুনে বাবা অনিল কপূরের কী প্রতিক্রিয়া, তা এখনও জানা যায়নি। তবে ধন্যি ছেলে বটে হর্ষ। ইন্ডাস্ট্রিতে পা রাখতে না রাখতেই এমন ইচ্ছা ব্যক্ত করায়, স্বভাবতই তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে বি-টাউনে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com