নগ্ন দর্শকদের মাঝে নগ্ন হয়েই গাইবেন মাইলি!

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৫

নগ্ন দর্শকদের মাঝে নগ্ন হয়েই গাইবেন মাইলি!
miley
সুরমা মেইলঃ এ আর নতুন কি! নগ্নতার জন্য বরাবরই আলোচিত পপ তারকা মাইলি সাইরাস। তবে এবারের গল্পটি যে একেবারেই অবিশ্বাস্য। যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি কনসার্টে মাইলির সঙ্গে এবার নগ্ন হতে চলেছে দর্শকরাও!
জানা গেছে, গানের আবেদন অনুযায়ী এমন দৃশ্যে অবতীর্ণ হবেন এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী। নিজেদের নতুন অ্যালবাম ‘মাইলি সাইরাস এন্ড হার ডেড পেটজ’ এর সমর্থনে আগামী নভেম্বরে মাইলি এবং তার ব্যান্ড দল থাকছেন যুক্তরাষ্ট্রের কনসার্টে। অনুষ্ঠানটি বেশ উপভোগ্য হবে বলে আশা করা হচ্ছে।
ফ্লেমিং লিপস এর মুখপাত্র ওয়েন কয়েন ঘোষণা করেন, ‘ওয়াও! মাইলি সাইরাস সম্পূর্ণ নগ্ন হয়ে একটি কনসার্ট করার পরিকল্পনা করছেন।
যেখানে তার দল এবং দর্শক সারির সবাই নগ্ন থাকবে। কনসার্টে দুধের মতো সাদা স্প্রে ছিটানো হবে।
মাইলি সাইরাসের “মিল্কি মিল্কি মিল্ক” গানের ভিডিওর সঙ্গে মিলিয়ে দৃশ্যটি তৈরি করা হবে।’
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com