নগ্ন হলেন ক্রিস্টিন স্টুয়ার্ট!

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৫

নগ্ন হলেন ক্রিস্টিন স্টুয়ার্ট!
kristen
সুরমা মেইলঃ কখনও নামজাদা বয়ফ্রেন্ড, কখনও বা অভিনয়ের জাদুতে তিনি শিরোনামে জায়গা করে নিয়েছেন। এবার প্রায় নগ্ন ফটোশুট করে ফের পেজ থ্রিতে জায়গা করে নিলেন হলিউডে বেশ পরিচিত মুখ ক্রিস্টিন স্টুয়ার্ট। ইন্সটাগ্রামে এখন ভাইরাল হয়ে গিয়েছে ক্রিস্টেনের টাওয়েল জড়ানো সেই ছবি।
ছবিতে দেখা যাচ্ছে ভিজে চুলে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন ক্রিস্টিন। চোখে রয়েছে অমোঘ আবেদন। সাদা টাওয়েলে জড়ানো তার শরীরের একদিক। অন্য হাত আড়ালের ভঙ্গিমায়। ডান হাতের ট্যাটুও যেন বলতে চাইছে কোনো কথা।
বিখ্যাত ফটোগ্রাফার মারিও টেসটিনো তার ইনস্টাগ্রাম ফটোগ্রাফি প্রজেক্ট নিয়ে কাজ করছেন। সেখানে তিনি টাওয়েল সিরিজ নিয়ে কাজ করছেন। এতে সেলিব্রেটিরা এখানে টাওয়াল বা ড্রেসিং গাউন ছাড়া কিছু পড়বেন না।
সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com