নতুন অতিথি আসছে নবান পরিবারে

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জুন ১, ২০১৬

নতুন অতিথি আসছে নবান পরিবারে
download (6)
বিনোদন ডেস্ক : মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। অর্থাৎ নতুন অতিথি আসছে নবান পরিবারে। আর এ কারণেই নাকি লন্ডনে পাড়ি দিয়েছেন সাইফ-কারিনা দম্পতি। বলিউডের আনাচে-কানাচে এখন এমনই খবর ভেসে বেড়াচ্ছে।
ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম থেকে জানা যায়, সম্ভবত এ বছরই সাইফ-কারিনার ঘরে প্রথম সন্তান আসতে চলেছে। সে কারণেই লন্ডনে একান্তে দীর্ঘ সময় কাটাচ্ছেন এই দম্পতি। তবে শুধু সময় কাটানোই নয়, কারিনার বিশেষ বিশ্রামের জন্যই লন্ডনে গিয়েছেন তারা।
তবে পতৌদি পুত্র সইফ আলি খান আর বলিউড সুন্দরী কারিনা কাপুর খানের মুখ থেকে তাদের প্রথম সন্তান প্রসঙ্গে এখনও কোনো কথা শোনা যায়নি। ইদানীং কারিনাকে একটু বেশি ঢাকা পোশাকেও দেখা যাচ্ছে।
আর তাতেই যত গুঞ্জনের শুরু। নবাব বধূ মা হতে চলেছেন! এ খবরে বলি পাড়া সরগরম। আর হবে নাই বা কেন? পতৌদি পরিবারের নতুন সদস্য আসছে বলে কথা! এখন শুধু গুঞ্জনে সাইফিনার সম্মতির অপেক্ষা।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com