নতুন ইসলামী জোট

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৬

নতুন ইসলামী জোট

 ISLAM

সুরমা মেইল নিউজ  : মাওলানা আব্দুল নেজামীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের ২০ দলীয় জোট ত্যাগের প্রেক্ষিতে মাওলানা আব্দুল রকিব অ্যাডভোকেট এর নেতৃত্বে আর একটি ইসলামী ঐক্যজোটের আত্মপ্রকাশ হলো। বৃহস্পতিবার বিএনপির চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই জোটের আত্মপ্রকাশ হয়। নতুন এই জোটের মহাসচিব হলেন অধ্যাপক আব্দুল করিম খান।লিখিত বক্তব্যে জোটের প্রধান আব্দুল রকিব অ্যাডভোকেট বলেন, দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে ইসলামী ঐক্যজোটের কয়েকজন শীর্ষ নেতা ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ায় ইসলামী ঐক্যজোট নতুন এই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই ইসলামী ঐক্যজোট বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে ছিলো এবং থাকবে।আগামী ১৫ জানুয়ারির মধ্যে বৈঠকের মাধ্যমে এই জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com