নতুন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পেল শাবিপ্রবি

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪

নতুন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পেল শাবিপ্রবি

শাবিপ্রবির নতুন উপাচার্য ড. সরওয়ারউদ্দীন চৌধুরী, উপ-উপাচার্য ড. সাজেদুর করিম (মাঝে) ও কোষাধ্যক্ষ ড. ইসমাইল হোসেন।


শাবিপ্রবি প্রতিনিধি :
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী।

 

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রোভিসি) ও ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

 

বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে পৃথকভাবে বলা হয়, ভিসি, প্রোভিসি, ট্রেজারার হিসেবে তাঁরা আগামী চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। দায়িত্বে থাকা অবস্থায় তাঁরা বিধি অনুযায়ী সুবিধা ও ভাতাদি পাবেন।

 

(সুরমামেইল/এসবিএন)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com