সুরমা মেইলঃ খেলাধূলার ব্যাপারে আগে থেকে বেশ আগ্রহী শাহরুখ খান। তাছাড়া তিনি একজন সফল ব্যবসায়ীও। ভারতের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে খুব শিগগিরই শুরু হচ্ছে নতুন একটা লিগ। এই লিগেও দল কিনতে পারেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ।
২০১৬ সালের ২৬ জানুয়ারি থেকে শুরু হবে নতুন এই লিগের খেলা। ১৮ ম্যাচ খেলা হবে এই সিরিজে। খেলা হবে দুবাই, আবুধাবি এবং শারজাহতে।
মোট ছয়টি দল খেলবে এই সিরিজে। এই ছয় দলের অধিনায়কের দায়িত্বে থাকবেন বিশ্বসেরা ছয় প্রাক্তন ক্রিকেটার। তারা হলেন, ওয়াসিম আকরাম, ব্রায়ান লারা, অ্যাডাম গিলক্রিস্ট, মাহেলা জয়াবর্ধনে, কুমারা সাঙ্গাকারা ও বীরেন্দ্র শেবাগ।
এই ছয়টি দলের মধ্যে একটি কিনেছেন মহেন্দ্র সিংহ ধোনির ব্যবসায়িক অংশীদার অরুণ পাণ্ডে।
আসন্ন এই লিগের প্রধান নির্বাহী পরিচালক স্যাম খান বলেছেন, আমরা গত তিন বছর ধরে এই লিগ আয়োজনের ব্যাপারে কাজ করছি। শাহরুখ খান একটা দল কিনছেন। সঞ্জয় দত্তও খুব আগ্রহ দেখিয়েছেন। সঞ্জয় এবং ওনার স্ত্রী মান্যতা একটা দল কিনছেন। সোহেল খানের সঙ্গেও কথা চলছে।
মোট ২৬০ জন প্রাক্তন ক্রিকেটার এই লিগে অংশ নেবেন। শোয়েব আকতার, ব্রেট লি’র মতো তারকা ক্রিকেটাররাও এই লিগে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।