নতুন চেহারায় আসছে নকিয়া ১১০০!

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৫

নতুন চেহারায় আসছে নকিয়া ১১০০!
nokia 1100
সুরমা মেইলঃ দেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কোন ফোনটি এই প্রশ্নের জবাবে সবাই একবাক্যে বলবে নোকিয়া ১১০০। অ্যান্ড্রয়েড ও আইফোন যুগের আগে ফিচার ফোনের আমলে এই সেটটির চেয়ে বেশি আর কোনো বিক্রি হয়নি। সবার হাতে হাতেই তখন শোভা পেত নকিয়া ১১০০।

এই মডেলের ফোনটি প্রথম পাঁচ বছরেই বিক্রি হয়েছিল ২৫ কোটি ইউনিটেরও বেশি।

সাদামাটা এই ফোনটি বাজারে আসার পরই জনপ্রিয়তা পায় সাধারণ মানুষের কাছে। সারা পৃথিবীতে মানুষের হাতে হাতে চলে আসে ফোনটি। বিশ্বের উন্নয়নশীল দেশে নোকিয়া ১১০০ মডেলের ফোনটি সাধারণ মানুষের যোগাযোগের অন্যতম অনুসঙ্গ হয়ে ওঠে।

সহজেই হাতের মুঠোয় ধরা যেতো এটি। ছিলো টর্চ লাইট, সফট কিবোর্ড এবং মনোফোনিক রিংটোন। অন্যদিকে ফোনটির দামও ছিলো হাতের নাগালে।

নোকিয়া ১১০০ মোবাইল যুগের শুরুর দিকের ফিচার ফোন। ফোনটি প্রথম বাজারে আসে ২০০৩ সালে। ২০০৯ সাল পর্যন্ত নোকিয়া এই ফোনটি উৎপাদন ও বাজারজাত করে।

আশার কথা হলো, নকিয়া ১১০০ ফোনটি আবারও বাজারে ফিরছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এখন আর ফিচার্ড নয় অ্যানড্রয়েডের হাত ধরে স্মার্ট হয়ে বাজারে আসবে। এতে থাকবে ১.৩ গিগাহার্টজের মিডিয়াটেক প্রসেসর। আগামী বছরের মাঝামাঝি নাগাদ ফোনটি বাজারে আসবে বলে জানিয়েছে নকিয়া।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com