নতুন বছরে ধারাবাহিকতা ধরে রাখবে দল: তামিম

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৫

নতুন বছরে ধারাবাহিকতা ধরে রাখবে দল: তামিম

tamim iqbal

সুরমামেইল. স্পোর্টস ডেস্ক : স্বপ্নের একটি বছর শেষ করলো বাংলাদেশ। নতুন বছরে নতুন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। জানুয়ারিতে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ। এরপর এশিয়া কাপ, এটাও দেশের মাটিতে।এশিয়া কাপ শেষ না হতেই টি-২০ বিশ্বকাপ। কিন্তু টি-২০ ফরমেটে টাইগারদের রেকর্ড মোটেও ভালো নয়। তবে বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল আশা করছেন ওয়ানডের ধারাবাহিকতা টি-২০ ফরমেটেও ধরে রাখা যাবে।

আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে প্রাণ ফ্রুটো বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে  আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন তামিম ইকবাল। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন,‘টানা খেলার মাঝে বিরতি প্রয়োজন। আমরা সবাই বিরতিটা খুব ভালো ভাবেই কাটিয়েছি। আমাদের সামনে অনেক ক্রিকেট। জিম্বাবুয়ে সিরিজসহ ৩টি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ওখানে এই বছরের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা থাকবে আমাদের। পুরো মনোযোগ থাকবে টি-টোয়েন্টি ক্রিকেটে। কারণ সবগুলো ম্যাচ টি-টোয়েন্টি ফরম্যাটের। তাই আমাদের প্রস্তুতি সেভাবেই হবে।’

জাতীয় দলের পাশাপাশি পাকিস্তান সুপার লিগেও ব্যস্ত থাকবেন তামিম। ৪ ফ্রেব্রুয়ারি থেকে দুবাইয়ে শুরু হবে ৫ দলের ঐ লিগ। তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে। পিএসএল তথা দুবাইয়ে খেলার জন্য মুখিয়ে আছেন তামিম। বলেন,‘পিএসএলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আমি খুশি। বাংলাদেশ থেকে ৪ জন যাচ্ছি ওখানে।  জেনেছি খুব ভালো করেই টুর্নামেন্ট  আয়োজন হবে।সবচেয়ে বড় কথা টুর্নামেন্ট হবে দুবাইয়ে। আমি কখনোই ওখানে খেলিনি। আমি তাই রোমাঞ্চিত।’

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com