নতুন রূপে আসছেন কণ্ঠশিল্পী সালমা

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, মে ৯, ২০১৬

নতুন রূপে আসছেন কণ্ঠশিল্পী সালমা

Manual8 Ad Code

a5f75dd2fce0c4634f6d0f2e464e7c6a-573044dab8b6b

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : নতুন রূপে আসছেন ফোক কণ্ঠশিল্পী সালমা। তার গাওয়া  একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ হচ্ছে গেল দু’দিন ধরে। সেখানে মডেল হিসেবে থাকছেন তিনি নিজেই। ৮ মে সকাল থেকে এফডিসির ৩ নাম্বার ফ্লোরে শুরু হয়েছে গানটির ভিডিওর শুটিং।

Manual2 Ad Code

‘হায়রে পরানের বন্ধু’ শিরোমানের গানটির ভিডিওতে দর্শক সালমাকে দেখবেন নানা রূপে। ভিডিও পরিচালক জিয়াউদ্দিন আলম জানান, এতে সালমাকে খুবই গ্ল্যামারাস ভাবে তুলে ধরা হবে।

Manual3 Ad Code

সালমা বলেন, গানটি রেকর্ডিং-এর সময় থেকেই পরিকল্পনা ছিল এর ভিডিও নির্মাণের বিষয়টি। তাছাড়া শ্রোতারা এখন গান শোনার চেয়ে দেখতেই বেশি পছন্দ করেন। সেজন্যই নিজ উদ্যোগে গানটির ভিডিও নির্মাণ করছি। আগামী ঈদে এটি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রকাশ হবে।

গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন শওকত আলী ইমন। রমিজ রাজার কস্টিউম আর হাবিবের কোরিওগ্রাফিতে এফডিসিসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে ভিডিওটির শুটিং চলবে ১২ মে পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code