সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৫
সুরমা মেইল. বিনোদন ডেস্ক : মুক্তির পথে এগিয়ে গেলো ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২’। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি। সব ঠিক থাকলে আগামী বছরের পহেলা বৈশাখে প্রেক্ষাগৃহে আসবে এটি। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।
ছবিটির গল্প ক্রিকেট নিয়ে। তাই সেন্সর বোর্ড এটি দেখার জন্য আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই সদস্যকে। তারা দুটি সংশোধনী দেন। এসব দৃশ্য নতুনভাবে সংযোজনের পর ছবিটিকে ছাড়পত্র দেওয়া হলো।
সাফিউদ্দিন সাফি পরিচালিত ছবিটিতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন শাকিব খান ও জয়া আহসান। এ ছাড়াও আছেন ইমন, মৌসুমী হামিদ, ওমর সানী, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। এর চিত্রনাট্য সাজিয়েছেন রুম্মান রশীদ খান। সব গানের কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলি ইমন ও কৌশিক হোসেন তাপস।
প্রসঙ্গত, গত প্রায় তিনমাস সেন্সর বোর্ডে আটকে ছিল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি- টু’ ছবিটি। সেন্সর বোর্ডের আহ্বানে গত ২৮ অক্টোবর ক্রিকেট বোর্ডের দুই সদস্য ছবিটি দেখে এর বিভিন্ন দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছিলেন। রুম্মান রশীদ খানের চিত্রনাট্যে ফ্রেন্ডস মুভিজের ব্যানারে নির্মিত এই সিক্যুয়াল ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, ইমন প্রমূখ। এতে শাকিব খান অভিনয় করেন ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে। আর জয়াকে পাওয়া যাবে জনপ্রিয় মডেল চরিত্রে।
এছাড়া অভিনয় করেছেন মৌসুমী হামিদ, ওমর সানি, শহিদুল ইসলাম সাচ্চুসহ অনেকেই। অতিথি চরিত্রে দেখা যাবে আসি এবং সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমনকে।
দেখুন ছবিটির একটি গানের ভিডিও
Design and developed by ওয়েব হোম বিডি