নবীগঞ্জের মাদক সম্রাট রায়েছ সেনাবাহিনীর হাতে আটক

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

নবীগঞ্জের মাদক সম্রাট রায়েছ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উত্তর পূর্বাঞ্চলের চিহ্নিত মাদক সম্রাট রায়েছ মিয়াকে অবশেষে সেনাবাহিনী ২৯ কেজি গাঁজা, নগদ ১ লক্ষ ৬হাজার ১শ টাকা সহ গ্রেফতার করেছে।

 

সেনবাহিনীর ক্যাম্প স‚ত্র জানায়, বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে সেনাবাহিনীর লেঃ রাফি সিদ্দিকীর নেতৃত্বে একদল সেনা সদস্য নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাঁক ইউনিয়নের জিয়াপুর গ্রামের অভিযান চালায়।

 

এ সময় চিহ্নিত মাদক সম্রাট মোঃ রায়েছ মিয়ার বসত ঘরে তল্লাসী চালিয়ে ২৯ কেজি গাজা ও নগদ ১ লক্ষ ৬ হাজার ১শ টাকা সহ তাকে আটক করা হয়। তার সাথে থাকা অপর সঙ্গী পালিয়ে যায়।

 

আটককৃত মাদক সম্রাট ব্যবসায়ী মোঃ রায়েছ মিয়া (৪২) নবীগঞ্জ থানাধীন জিয়াপুর গ্রামের মোঃ আরজু মিয়ার ছেলে।

 

উক্ত মাদক ব্যবসায়ীকে হবিগঞ্জ জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনী৷ পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওসি পনিভূষণ রায় বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

 

উল্লেখ্য, মাদক ব্যবসায়ী রায়েছ ও তার বাহিনী কর্তৃক দীর্ঘদিন ধরে বিদেশি মদ ও গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো। তার মতো আরো কতিপয় মাদক ব্যবসায়ীরা মদ, গাঁজা ও ইয়াবার রমরমা বানিজ্য চালিয়ে যাচ্ছেন। অন্যান্য মাদক কারবারিদের গ্রেফতারে সেনাবাহিনীর হস্তক্ষেপে কামনা করছেন এলাকাবাসী।

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com