সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর ঘুষিতে বন্ধু সোহান মিয়া (১৬) নামে এক কিশোর ক্রিকেটার নিহত হয়েছে। নিহত সোহান নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর গ্রামের তজমুল আলীর ছেলে। শনিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাইয়াপুর গ্রামের তজমুল আলীর ছেলে সোহান মিয়া ও একই গ্রামের কছিম উল্লাহর ছেলে স্বপন মিয়া সহপাঠীদের নিয়ে স্থানীয় মাঠে ক্রিকেট খেলার আয়োজন করে। খেলার তারিখ নির্ধারণ নিয়ে সোহান এবং স্বপনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্বপন উত্তেজিত হয়ে সোহানকে ঘুষি দিলে সে মাঠিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি