সিলেট ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫
নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর গ্রামে দুইপক্ষের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার সকালে (১৫ জানুয়ারি ) পৌর এলাকার সালামতপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়- বোরো জমির পানি সেচাকে কেন্দ্র করে পৌর এলাকার সালামতপুর গ্রামের সমসু মিয়ার পুত্র ফয়সল মিয়া ও মৃত্যু ছালিম মোল্লার পুত্র সায়েদ আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ফয়সল মিয়া ও সায়েদ আলীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে লাটি সোটা,জিআই পাইপ, বল্লম ও ফিকল নিক্ষেপ করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়।
উভয় পক্ষের আহতরা হলেন- সালামতপুর গ্রামের সালিম উল্লার পুত্র সায়েদ আলী (৩৫) মৃত্যু ফরিদ মিয়ার পুত্র মোজাফর মিয়া (৫৫) একি গ্রামের সমসু মিয়ার পুত্র ফয়সল মিয়া (৩২) মকরম উল্লার পুত্র সাবু মিয়া( ৫০) কুরুশ মিয়ার পুত্র আরিফ মিয়া (২০) কামরুল মিয়া (২২) সাবু মিয়ার পুত্র তোফায়েল মিয়া (২০) ইসলাম উদ্দিনের পুত্র শুভ আহমেদ (২২)সহ আরো অনেকে আহত হয়েছেন। এর মধ্যে ফয়সাল মিয়া (৩২)ও মোজাফর মিয়া( ৫৫) সহ ৫জনের এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কালাম হোসেন পিপিএম নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
উল্লেখ্য, এর আগে গত রবিবারে বোর জমির পানি সেচ দিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষে মধ্যে মারামারি হয়েছিল।
(সুরমামেইল/এমএএ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি