নবীগঞ্জে প্রতিমা ভাংচুর, আটক ২

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৬

নবীগঞ্জে প্রতিমা ভাংচুর, আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে দূর্গাপুজার প্রতিমা ভাংচুর করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের উকিল মিয়ার পুত্র আবু তাহের (২০) ও তাহির আলীর পুত্র জাবেদ মিয়া (২০)।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে ফুটারমাটি গ্রামের ফনি ভূষন সূত্রধরের বাড়িতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরীর কাজ চলছিল। এ সময় একই গ্রামের কয়েকজন যুবক প্রতিমা তৈরীর সময় গান বাজনা করছিল। এ নিয়ে প্রতিমা তৈরীর কাজে নিয়োজিত শ্রমিকরা তাদের সাথে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে যুবকরা উত্তেজিত হয়ে প্রতিমা ভাংচুর করে।

খবর পেয়ে রাত ১২টার দিকে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে দুই যুবককে আটক করে।

এ ব্যাপারে বিমল সূত্রধর জানান, প্রতিমা তৈরীর সময় গ্রামের কয়েকজন যুবক লাঠিসোটা হাতে নিয়ে অতর্কিতভাবে আমাদের প্রতিমায় হামলা ভাংচুর করে মূর্তিগুলো ভেঙ্গে ফেলেছে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করেছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com