নবীগঞ্জে বাসচাপায় প্রতিবন্ধী শিশু নিহত

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

নবীগঞ্জে বাসচাপায় প্রতিবন্ধী শিশু নিহত

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জে বিআরটিসি বাসের চাপায় রাসেল মিয়া (৯) নামে এক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার গজনাইপুর ইউনিয়নের গাবদেবপুর গ্রামের আব্দুল আওয়াল মিয়ার ছেলে।

সোমবার বিকেলে উপজেলার জনতা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বাসটি আটক করে রাখে।

গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আশরাফ আলী জানান, বিকেলে সিলেটগামী বিআরটিসি পরিবহনের একটি বাস রাসেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com