নবীগঞ্জে শালিকে যৌন হয়রানির দায়ে দুলাভাইয়ের কারাদণ্ড

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৭

নবীগঞ্জে শালিকে যৌন হয়রানির দায়ে দুলাভাইয়ের কারাদণ্ড

নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দুলাভাই কাউসার মিয়াকে (২২) ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার স্কুলে আসার সময় ছাত্রীটিকে হয়রানির পর একটি সিএনজি অটোরিক্সায় করে তুলে নিতে চায় দুলাভাই। তার আর্ত চিৎকার শুনে আশ-পাশের লোকজন এসে তাকে আটক করেন। কাউসার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাউছার তার আপন শ্যালিকা দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রীর সাথে স্কুলে আসার পথে রাস্তায় প্রথমে তাকে যৌন হয়রানি করে। এরপর তাকে একটি সিএনজি অটোরিক্সায় তুলে নিতে চায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে কাউসারকে গ্রেফতার করে। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ স্বাক্ষী ও আসামীর স্বীকারোক্তি মোতাবেক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com