নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৮

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৮
habiganiসুরমা মেইল নিউজ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার (২নাম্বার) নামকস্থানে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুসহ ৩ জন নিহত এবং কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। রবিবার (২৯ মে) সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে এ দুঘর্টনা ঘটে। এতে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে।
স্থানীয়রা জানান- ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির কাগজপত্র যাচাই শেরপুর হাইওয়ে পুলিশ। এসময় সিলেট থেকে ছেড়ে আসা একটি পাথর ভর্তি ট্রাককে হাইওয়ে পুলিশ ধাওয়া দিলে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় উল্লেখিতস্থানে আসা মাত্রই সিলেটগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এসময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে পার্শের একটি জমিতে পড়ে যায়।
এতে মাইক্রোবাসে থাকা অজ্ঞাত ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অন্তত ৮ জন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে ১জন শিশু, ১ জন পুরুষ এবং ১ জন মহিলা রয়েছেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়কের যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও হাইওয়ে পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। প্রায় ১ ঘণ্টা পর খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও নবনির্বাচিত স্থানীয় চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের হস্তক্ষেপে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com