নবীগঞ্জে স্বেচ্ছাসেবকদল-ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

নবীগঞ্জে স্বেচ্ছাসেবকদল-ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা, পৌর স্বেচ্ছাসেবকদল ও উপজেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ মার্চ) নবীগঞ্জ পৌর এলাকার নহরপুর শাহজালাল (র:) দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন, অংশগ্রহণ করেন।

 

উক্ত, দোয়া ও ইফতার মাহফিলে, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শেখ আলিফ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক নরুল গনি চৌধুরী সোহেল, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মুরাদ আহমদ, সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মোঃ শামসুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির, জেলা সমবায় দলের আহ্বায়ক সাহেল আহমেদ প্রিন্স, অন্যান্যদের মধ্যে, উপজেলা সেচ্ছাসেবকদল নেতা, আরিফুল হক, নুর উদ্দিন, নয়ন আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা রাব্বি আহমেদ চৌধুরী, জুনু আহমেদ, শামীম খান, হাফিজুর রহমান, হাবিবুর রহমান, হোসাইন আহমেদ জিহাদ, রুহান আহমেদ, শেখ নাঈম প্রমুখ।

 

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, জুলাই-আগষ্ট বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা, ফিলিস্তিনি মুসলমানদের হেফাজত, দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com