সুরমা মেইলঃহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহসড়কের জালালপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
শুক্রবার রাতের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী সরকার জানান, রাত ১০টার দিকে ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস নবীগঞ্জের জালালপুর নামক স্থানে আগে থেকে থেমে থাকা একটি মাল বোঝাই ট্রাককে পিছনের দিক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনপ্রাণ হারান। আহত হন প্রায় ৩০জন যাত্রী। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।
তিনি জানান, এসময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। নিহতদের ৪জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পরেনি পুলিশ। তবে একজনের পরিচয় পাওয়া গেছে তিনি হলেন- জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান পলাশের স্ত্রী মুহেদা বেগম।
পুলিশ জানায়, আহতদের মধ্যে বালাগঞ্জ ওসমানী নগর থানা তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক ও জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান পলাশের অবস্থা আশঙ্কাজনক।