সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জুন ৫, ২০২৫
নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে নির্যাতিত ১৫টি পরিবার গ্রাম ছাড়া। তাদের ঈদের আনন্দ উপভোগ করতে দেওয়া হবে না। এই পরিবারের মানুষকে পঞ্চায়েতের বাদ বলে দোহাই দিয়ে মাতব্বররা তাদেরকে কোরবানি গ্রামে করতে দেয়া হবে না। এখন ১৫টি পরিবারের মানুষ পালিয়ে ভেড়াচ্ছেন।
এ বিষয়ে হবিগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখত অভিযোগ দিয়েও তারা এখনও গ্রামে ফিরতে পারেননি। চরম বিপন্ন অবস্থায় দিনাতিপাত করছে পরিবারগুলো মানুষ।
জানা গেছে- নবীগঞ্জ উপজেলার ১০নং ইউনিয়নের কালাভরপুর গ্রামের আব্দুল হাদি গংদের দ্বারা নির্যাতিত ১৫ টি পরিবার। দীর্ঘ ছয় মাস যাবত হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট ও ভুক্তভোগী পরিবারের ফসলাদিসহ বিভিন্ন ক্ষতি সাধন করে আসছে। এবং এলাকায় প্রকাশ্য দিবালকে অস্ত্রের মহরা দিয়ে ভুক্তভোগী পরিবারের আত্মীয়-স্বজনদের মেরে ভয়ভীতি দেখিয়ে গ্রাম ছাড়া করা হচ্ছে। এতে এলাকার জন সাধারণ তাদের ভয়ে আতঙ্কিত।
তাদের এমন অন্যায়, আত্যাচারের বিরুদ্ধে কেউই প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। তাদের বিরুদ্ধে একাদিক মামলা থাকা স্বত্ত্বেও প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় দিশে হারা ভুক্তভোগী পরিবার।
এরই ধারাবাহিকতায় তাদের ভয়ে গত ঈদুল ফিতরের দিনেও তারা বাড়িতে আসতে না পেরে আত্মীয়-স্বজনের বাড়িতে বসবাস করছে। এরই আলোকে ঈদুল আজহাকে সামনে রেখে বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করার লক্ষ্যে প্রশাসনের হস্তক্ষেপ ও সহযোগিতা চেয়ে চলতি বছরের গত ২২ মে নির্যাতিত ১৫টি পরিবার হবিগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখত অভিযোগ দেওয়াতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন এলাকায় ভুক্তভোগী পরিবারের লোকজন কে অস্ত্র নিয়ে প্রাণে হত্যার জন্য খুঁজতে থাকে।
এমতাবস্থায় গত ৩১ মে অগ্নিসংযোগকারী মামলার বাদী নবেল মিয়াকে নবীগঞ্জ নতুন বাজার শায়ন টেলিকম নামক দোকানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এবং তার সাথে থাকা গরু ক্রয় করার ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
উক্ত ঘটনায় জরিত থাকা আব্দুল হাদি, বদরুল গংদের বিরুদ্ধে আহত নবেল মিয়ার বড় ভাই বেলাল মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় লিখত অভিযোগ দায়ের করেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আসামীদের বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা গ্রহণ না করায় দীর্ঘ ছয় মাস যাবত চলমান বিরোধের একাধিক মামলা থাকা সত্বেও এখন পযন্ত কোন আসামীকে পুলিশ গ্রেফতার না করায় আসামীরা একের পর এক অন্যায় অত্যাচার চলমান রেখেছে।
এ নিয়ে মামলার বাদী ও ভুক্তভোগীরা বাড়ি ফিরে যাওয়ার খবর প্রচার হলে আব্দুল হাদি গংরা সারং বাজার সহ সারা এলাকায় অস্ত্রের মহরা দিয়ে বলে বেড়াচ্ছে ভুক্তভোগী পরিবারের লোকজন এলাকায় যাওয়া মাত্রই তাদেরকে ধরে জবাই করে ফেলবে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও রক্তপাত হওয়া বৃদ্ধমান। এতে অত্র ইউনিয়নের ঘন্যমান্য লোকজন প্রশাসনের দ্রæত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, তিনি বিষয়টি নিয়ে উভয় পক্ষের সাথে আলোচনা করছেন।
(সুরমামেইল/এমএএ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি