সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
বাংলাদেশি পর্যটকদের ভ্রমণের অন্যতম আকর্ষণ দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।
এর মধ্যে আাগামী নভেম্বর মাসে প্রবাল দ্বীপটিতে ভ্রমণ করা গেলেও রাত্রিযাপন করতে পারবেন না পর্যটকরা। আর ডিসেম্বর ও জানুয়ারি মাসে মাত্র দুই হাজার জন রাত্রিযাপনের সুযোগ পাবেন। এছাড়া ফেব্রুয়ারি মাসে সেন্ট মার্টিনে পর্যটন পুরোপুরি বন্ধ থাকবে।
মঙ্গলবার (২২ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, পর্যটক সীমিত করার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সীমিত করার পাশাপাশি ফেব্রুয়ারিতে কোনো পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন না। তখন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। এছাড়া সেখানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনার কাছে বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে চট্টগ্রাম অঞ্চলের মানুষের কাছে এটি নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত। বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপে প্রায় দেড় লাখ নারিকেল গাছ আছে বলে গবেষণায় উঠে এসেছে।
অন্তর্বর্তী সরকারের নতুন এ সিদ্ধান্ত আসার আগে গত ৭ অক্টোবর সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য ও প্রাণ-প্রতিবেশের সুরক্ষায় সেখানে পর্যটক সীমিত করাসহ বেশকিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা রিজওয়ানা বলেছিলেন, পর্যটকের সংখ্যা সীমিত করা এবং দ্বীপে রাত্রিযাপন নিষিদ্ধসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে। এই প্রবাল দ্বীপ আমাদের দেশে একটিই আছে, তাই একে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সেন্ট মার্টিনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে চাই। দ্বীপটিকে একটি কোলাহলমুক্ত এলাকা হিসেবে দেখতে চাই।
(সুরমামেইল/এমকেএইচ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি