সুরমা মেইলঃ নম্বর অপরিবর্তিত রেখে মোবাইল অপারেটর পরিবর্তনের (এমএনপি) সুযোগ পাবেন গ্রাহকরা। মাত্র ৩০ টাকায় নম্বর অপরিবর্তিত রেখে ভিন্ন অপারেটরের সেবা গ্রহণ করা যাবে।
বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই নম্বর অপরিবর্তিত রেখে গ্রাহকরা এমএনপি সুযোগ পাবেন। সর্বোচ্চ ৩০ টাকায় অপারেটর পরিবর্তন করে ৪০ দিন পর্যন্ত সে অপারেটরের সেবা গ্রহণ করা যাবে। এর মধ্যে আবার আগের অপারেটরে আসতে হলে নির্দিষ্ট ফি দিতে হবে।
তারানা হালিম বলেন, এমএনপি সেবা চালু হলে অপারেটরদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা তৈরি হবে। সেই সঙ্গে গ্রাহকরাও কাঙ্খিত সেবা পাবেন।