সিলেট ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬
সুরমা মেইল ডটকম :: “সকল সফল সমাপ্তির পরে আছেন তুনের শুরু” এই বাণী ধারণ করে নর্থ ইস্ট ইউনিভার্সিটিবাংলাদেশ এর ইংরেজী কাউন্সিলের উদ্যোগে সামার-২০১২, ফল-২০১২ এবং স্প্রিং-২০১৩ সেমিস্টারের মোট ২৩ জন শিক্ষার্থীকে ফেয়ারওয়েল প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার নর্থ ইস্ট ইউনিভার্সিটি অডিটরিয়ামে এই জাকজমকপূর্ণ ফেয়ারওয়েল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ.এফ. মুজতাহিদ,ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, প্রক্টর ও সহকারী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ এবং ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান শামসুল কবির।
ইংরেজী বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেনী ও সুব্রত পোদ্দার এর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ছাত্র মোসলেহ উদ্দিন বিপু। ছাত্র-ছাত্রীদেম মধ্য থেকে বক্তব্য রাখেন এম.জি. গোলামকিবরিয়া, হাসান শাহরিয়ার জাকারিয়া, অনুপলাল দাস এবং প্রসেঞ্জিত ঘোষ।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী অধ্যাাপক রথীন্দ্র চন্দ্র গোপ বিদায়ী ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবনের সফল সমাপ্তিতে শুভেচ্ছা জানান এবং তাদের সকল ক্ষেত্রেন্যায়নিষ্ট ও সৎ থাকার অাহ্বান জানান। সৈয়দ গোলাম কিবরিয়া বিদায়ী ছাত্র-ছাত্রীদের এ বিশ্ববিদ্যালয়ের ব্রান্ড এ্যম্বেসেডর হিসেবে উল্লেখ করে ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা কমনা করেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ.এফ. মুজতাহিদ বিদায়ী ছাত্র-ছাত্রীদের তারুণ্যের দ্বীপ্ত অঙ্গীকার ধারণ করে জীবনের সকল ক্ষেত্রে তাদের জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ের স্মৃতিচারণ করেন এবং সফলভাবে ইংরেজী বিভাগের শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ করায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটিবাংলাদেশ-কে একটি সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় হিসেবে দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত করতে বিদায়ী ছাত্র-ছাত্রীদের কর্মজীবনের সুনামও দক্ষতার অবদান রাখবে বলে আশা করেন। এডভোকেটইকবালআহমদ চৌধুরী ইংরেজী বিভাগের বিদায়ী সকল শিক্ষার্থীদের কর্মজীবনের সফলতা কামনা করেন। তিনি বিজয়ের মাসে এদেশের সকল শহীদ, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা ও জাতির জনকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে সহকারী অধ্যাপক শামসুল কবির সবাইকে ধন্যবাদ জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করেন। পরিশেষে ইংরেজী বিভাগের উদ্যোগে এক মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। -বিজ্ঞপ্তি
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি