নাইজেরিয়ায় নারী বোমা হামলায় নিহত ৫০

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৫

নাইজেরিয়ায় নারী বোমা হামলায় নিহত ৫০

nigeria-flag-banner

 

সুরমামেইল. আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় নারী আত্মঘাতীদের বোমা হামলায় ৫০ জনেরও বেশি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও শতাধিক। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আদামাওয়া প্রদেশের মাদাগালি শহরে গত ২৪ ঘণ্টায় এই হতাহতের ঘটনা ঘটে। আত্মঘাতী হামলার জন্য বোকো হারামকেই দায়ী করা হচ্ছে। খবর সিএনএন।

নাইজেরিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সোমবার সকালে মাদাগালি শহরের একটি বাজারে তিন নারী আত্মঘাতীর বোমা হামলা চালায়। এতে ৩০জন নিহত হয়।
এর আগে রবিবার সন্ধ্যায় মাদাগালি শহরে বোকো হারামের হামলায় ২১জনেরও বেশি মানুষ নিহত এবং ৯০জন আহত হয়।

মাদাগালিতে দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা নিশ্চিত করেছেন আদামাওয়া প্রদেশের সেনা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ভিক্টর এজুগু।

গত সপ্তাহে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেছিলেন, জঙ্গি এই গোষ্ঠীটির নিরাপত্তা বাহিনী ও জনসমাগমস্থলে আগের মতো হামলা চালানোর শক্তি নেই। দেশটির প্রেসিডেন্টের এই বক্তব্যের পরেই একের পর এক হামলা করে বোকো হারামের জিহাদিরা।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ছয় বছরে বোকো হারামের হামলা-সহিংসতায় এ পর্যন্ত প্রায় ১৭ হাজার মানুষ নিহত হয়েছেন। এই গোষ্ঠীটি ১ হাজার স্কুল ধ্বংস করেছে এবং ১৫ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com