সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৬

সুরমা মেইল নিউজ : প্রেম মানেনা বাধা, যদিও এই কথাগুলো আমরা বাংলা সিনেমায় শুনি তবে এবার বাস্তবেই মানলো না বাধা। প্রেমীকের হাত ধরে নারায়নগঞ্জ থেকে সিলেটের গোলাপগঞ্জে ঢাকা দক্ষিন এলাকায় আশ্রয় নেয় এক প্রেমীক যুগল। তারা হলেন, দুই সন্তানের জননী ইয়াছমিন আক্তার পুষ্পা (২২) ও প্রেমিক ফাহাদ (২৮)। সোমবার রাতে পুলিশের হাতে ধরা পরেন এই প্রেমীক যুগল, পরে মঙ্গলবার তাদের জেল হাজতে পাঠানো হয়।
তারা হলেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কাসিমপুর গ্রামের ইউসুফ রানার মেয়ে ইয়াছমিন আক্তার পুষ্পা (২২) ও একই থানার মহসিন তালুকদারের ছেলে ফাহাদ (২৮)।
জানা যায়, পুষ্পা ও ফাহাদের মধ্যে দীর্ঘ দিন ধরে চলছিল মন দেয়া নেয়া। কিন্তু এতে বাধা হয়ে দাড়ান পুষ্পের নানি সালমা বেগম। প্রেমের সম্পর্ক চলাকালিন জোরপূর্বক পুষ্পাকে অন্যজনের সাথে বিয়ে দেওয়া হয়।
তার পরও থেমে নেই তারা দুজন। তাদের সম্পর্ক আরো গভীর হতে তাকে দিন দিন । এদিকে জোরপূর্বক বিয়ে দেওয়া স্বামীর সংসারে আলো করে দু’কন্যা সন্তানের জন্ম দেন ইয়াছমিন। এরপরও থামেনি পুষ্পা আর ফাহাদের প্রেম। একপর্যায়ে প্রেমিক জুটি ঘর থেকে পালিয়ে আসে। তারা সোমবার সিলেটের ঢাকা দক্ষিণ টিকরবাড়ি এলাকায় খাসিখাল ব্রিজ সংলগ্ন স্থান থেকে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করেন কথাবার্তা সন্ধেহজনক হওয়ায় তাদেরকে উদ্ধার করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে, গোলাপগঞ্জ মডেল থানার এসআই মৃদুল ও এসআই আতিক একদল পুলিশ নিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।
আটকের পর থানায় এ জুটি পুলিশকে জানায়, তারা অবিবাহিত। পরে পুলিশ তাদের আত্মীয়-স্বজনদের খবর দিলে মঙ্গলবার সকালে পুষ্পার নানি সালমা বেগম সকালে থানায় আসেন। তিনি পুলিশকে জানান, তার নাতি ইয়াছমিন আক্তার পুষ্পা এর সাথে মুন্সিগঞ্জ জেলার গজাইরাম থানার ওলাকান্দি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সজল আহমদের সাথে বিবাহ হয় ২০১০ সালে ২৫ জানুয়ারি। বিবাহের পর তাদের সংসারে চলে আসে দু’কন্যা সন্তান সন্ধি আক্তার (৩) ও দেড় বছরের সুম্মিতা আক্তার। গোপনে দীর্ঘদিন থেকে প্রেমে মগ্ন ছিল ফাহাদ ও ইয়াছমিন। ইয়াছমিন আক্তার পুষ্পা পুলিশকে জানান, সংসারে তার সাথে স্বামীর অমিল রয়েছে। তাকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে। তাই তিনি ঘর ছেড়ে প্রেমিকের সাথে পালিয়ে এসেছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি