নারীদের স্বাধীন ও সাহসী হওয়ার উপদেশ সানির

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬

নারীদের স্বাধীন ও সাহসী হওয়ার উপদেশ সানির
Sunni Leonবিনোদন ডেস্ক : সাবেক পর্ণ তারকা ও বর্তমানে বলিউড হার্ট থ্রবদের মধ্যে অন্যতম একজন হলেন সানি লিওন। এই পরিচয়ের আগে এখন অনায়াসেই ‘প্রাক্তন’ শব্দটা বসিয়ে দিতে পারেন তিনি। তবে এ পর্যায়ে আসতে কম বিতর্কে জড়াতে হয়নি সানিকে। যখন গোটা দেশে সানিকে নিয়ে বিতর্কের ফুলকি সৃষ্টি হয়েছে, তখন তার পাশে ছিলেন আমির খান, শাহরুখ খান থেকে শুরু করে অনেকেই। আজ আবার সানি লিওন গোটা নারীসমাজের পাশে। নিজের স্ট্রাগলের অভিজ্ঞতা থেকেই সমাজের নারীদের জন্য ‘স্বাধীন ও সাহসী’ হওয়ার উপদেশ দিলেন তিনি। সানি লিওন বলেন, নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলার আগে আমি আমার অভিজ্ঞতার কথা বলতে চাই। আমার বাবা মা আমাকে সবসময় স্বাধীন থাকার কথা বলতেন। নারীর অধিকারের জন্য নারীকে নিজের আওয়াজ তোলা উচিত, সোচ্চার হওয়া উচিত। সম্প্রতি সানি অভিনীত ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সিনেমার প্রচারে এসে মিডিয়াকে এসব কথা জানান তিনি। এ সময় নারী, পুরুষের মধ্যে কাজ ভাগাভাগি করে সুন্দর সম্পর্ক স্থাপনের কথাও জানান ৩৪ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com