নারী দিবসে ঢাকা থেকে বিমান নিয়ে সিলেটে ৮ নারী

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭

নারী দিবসে ঢাকা থেকে বিমান নিয়ে সিলেটে ৮ নারী

নিজস্ব প্রতিবেদক :: বিশ্ব নারী দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি যাত্রীবাহী বিমান নিয়ে ঢাকা থেকে সিলেটে আসে একটি বিশেষ ফ্লাইট। বিমান বাংলাদেশের পরিচালনায় বিশেষ এই ফ্লাইটে পাইলট, ক্রু সবাই ছিলেন নারী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দেয়া তথ্যানুযায়ী, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থেকে বিমানের বিজি ০৬০৩ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে নিয়ে আসেন পাইলট, কোপাইলট, কেবিন ক্রুসহ ৮ নারী।

ফ্লাইটটির পাইলট ছিলেন ক্যাপ্টেন তানিয়া রেজা, সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার সারওয়াত সিরাজ অন্তরা। তাদের সাথে ছিলেন ৬ নারী কেবিন ক্রু। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট বিমানটি নিয়ে গতকাল বুধবার বেলা সোয়া ১টায় ঢাকা-সিলেট রুটে যাত্রীদের নিয়ে আকাশে উড়াল দেন ওই ৮ নারী। পরে ২টা ২৩ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে সফলভাবে অবতরণ করে ফ্লাইটটি।

এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীন টার্মিনালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ এবং পরিচালক প্রশাসন মোহাম্মদ মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বলেন, ‘বিমানে ফ্লাইট পরিচালনাসহ গ্রাইন্ড সার্ভিস, প্রকৌশল এবং বিভিন্ন বিভাগে নারী কর্মীরা দক্ষতার পরিচয় দিচ্ছে। দেশের নারীরা বিশ্বের সংগে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে, এটি তুলে ধরতেই নারী দিবসে এই বিশেষ ফ্লাইট’। তিনি আজকের এই বিশেষ দিনে বিভিন্ন দায়িক্তে থাকা নারী সহকর্মীদের অভিনন্দন জানান। ২০৩০ সালের মধ্যে বিমানে ৫০ শতাংশ নারী কর্মী নিয়োগের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। বিমান প্রতিষ্ঠার পর থেকেই পুরুষ কর্মীদের পাশাপাশি নারীরাও সমান তালে দক্ষতার সংগে কাজ করে যাচ্ছে।

এ প্রসংগে মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ বলেন,‘ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নারীদের সুষ্ঠ, সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করে। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশের নারীরাও এভিয়েশন খাতে সফল, এ বিষয়টি আমরা তুলে ধরতে চাই। একই সংগে সারা দেশের নারীদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখলে সেটি সফল হওয়া সম্ভব’। আজকের এই বিশেষ ফ্লাইটের উদ্দেশ্য বিশ্বকে দেখানো বাংলাদেশের নারীরা এভিয়েশন খাতে সফলভাবে দায়িত্ব পালনে সক্ষম। তাদের অবদান বাংলাদেশের এভিয়েশন খাতের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। পরে দুপুর ২টা ৩০ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড়ে যায় বিমানটি।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমদ জানান, বিশেষ এ বিমানটি কোন রকম ত্রুটি ছাড়াই সিলেট অবতরণ করে আবার ঢাকায় ফিরে গেছে। ঢাকায় একটি সংক্ষিপ্ত আয়োজন করা হলেও সিলেটে নারীদের এই বিশেষ ফ্লাইট নিয়ে কোন অনুষ্ঠানের আয়োজন ছিল না।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com