নারী-শিশু নির্যাতন বন্ধে ভূমিকা রাখলে পুরস্কার : চুমকি

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬

নারী-শিশু নির্যাতন বন্ধে ভূমিকা রাখলে পুরস্কার : চুমকি

imagesসুরমা মেইল ডেস্ক :: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে সাফল্যজনক ভূমিকা রাখলে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের বিশেষ পুরস্কারে ভূষিত করবে সরকার।

রবিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম ও সেভ দা চিলড্রেনের যৌথ আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরো বলেন, বাল্য বিবাহ বন্ধসহ নারী নির্যাতন বন্ধে জনপ্রতিনিধিরা ভূমিকা রাখতে পারেন। শিশুর প্রতি সহিংসতা বন্ধে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেন। সদিচ্ছা থাকলেই তা সম্ভব। কারণ আপনারাই তৃণমূলে জনগণের সবচেয়ে কাছে থাকেন সবসময়। আর আপনাদের সদিচ্ছা থাকলে বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতনের মতোব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জ্যোতির্ময় দত্ত, সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর শ্যারন হাউসার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত নারী নির্যাতন প্রতিরোধে মাল্টি-সেক্টরাল প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন সহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com