নাসিরের ১২টি মোবাইল ৮০’র বেশি বান্ধবী

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৬

নাসিরের ১২টি মোবাইল ৮০’র বেশি বান্ধবী

Manual1 Ad Code

download (3)

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনকে কেন দলে নেওয়া হয়নি কেন এর রহস্য উদগাঠন হলও। এ বিষয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাপন বলেন, খেলার বিষয়ে নাসির কেন জানি এখন মোটেই সিরিয়াস না। প্র্যাকটিসেও আসে না। ১২টা মোবাইল ফোন সেট নিয়ে সে ঘোরে। আশির বেশি বান্ধবী তার। এই মুহূর্তে তার মতো শৃঙ্খলা বিরোধী দ্বিতীয় কেউ নেই।ভারতের বিপক্ষে ১ রানের হারের পর নাসিরকে নিয়েই বেশি আলোচনা হয়েছে। দলের হারের জন্য অনেকে বাংলাদেশ দলের সবচেয়ে সেরা ফিনিসার খ্যাত এ অলরাউন্ডারকে না খেলানোকেও দায়ী করেছেন। তবে নাসিরকে দলে না নেয়ার বিষয়ে দলের অধিনায়ক মাশরাফি বলেন, আসলে এই সিদ্ধান্তটি একক ভাবে হয় না। সবাই মিলেই সিদ্ধান্ত নিতে হয়। আমরা যখন মনে করেছি শুভাগতকে খেলাতে হবে, তাকেই মাঠে নামিয়েছি। মূলত কম্বিনেশনের জন্যই নাসিরকে নামানো হয়নি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code