সিলেট ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬
বিনোদন ডেস্ক: পাত্রকে না দেখেই বিয়ে করে ফেললেন নাদিয়া। পাত্র সৌদি প্রবাসী। তাই দেখার সুযোগ হয়নি। মোবাইলে কাজীর মাধ্যমে কবুল বলেন নাদিয়া। বিয়ের পর সৌদি থেকে ফেরেন বর। তবে সেই বরকে চিনতে পারেন না স্ত্রী নাদিয়া। তারপর তৈরি হয় নানান ঝামেলা।
এমনই গল্প নিয়ে পরিচালক ফজলুল হক নির্মাণ করছেন নাটক ‘সৌদি জামাই’। সৌদি জামাই নাটকে নাদিয়ার বিপরীতে অভিনয় করেছেন মীর সাব্বির। মীর সাব্বির, নাদিয়া ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন আলভী। নাটকটি সম্পর্কে পরিচালক ফজলুল হক বলেন, নাটকটির গল্প বেশ মজার। আশাকরি দর্শকরা ভালোই আনন্দ পাবে। ছয়পর্বের ধারাবাহিকটি সামনে ঈদে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে। সূত্র-যুগান্তর
Design and developed by ওয়েব হোম বিডি