সিলেট ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিচারাধীন বিষয় নিয়ে উচ্চ আদালত সম্পর্কে বিরূপ মন্তব্যের জেরে আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি দেশের বাইরে থাকায় আগামীকাল মঙ্গলবার হাজিরা দিতে পারবেন না জানিয়ে সময়েরও আবেদন করেছেন। আজ সোমবার সকালে আইনজীবী সৈয়দ মামুন মাহমুদ সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।
আইনজীবী বলেন, এরই মধ্যে কারণ দর্শানো পত্র তৈরি করেছি। তা আদালতে দাখিল করা হয়েছে। সেখানে আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য আবেদন করেছি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও নিঃশর্ত ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন তার আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
উল্লেখ্য, গত ৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতির বক্তব্যের সমালোচনা করেন সরকারের দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হক। মীর কাসেমের মৃত্যুদন্ড বহাল থাকা নিয়েও সংশয় প্রকাশ করেন তাঁরা। আপিল বিভাগের রায়ে মীর কাসেম আলীর মৃত্যুদন্ড বহাল থাকে এবং এ ব্যাপারে মন্তব্য করায় দুই মন্ত্রীকে তলব করেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি