সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫
খেলাধুলা ডেস্ক :
চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হলো ভারত। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। তাতে করে সেমিফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেলো ভারত। ‘এ’ গ্রুপের রানার্সআপ নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকার বিপক্ষে।
ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা আবারো পাকিস্তানে ফিরছে। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শেষ হওয়ার দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার সঙ্গে দুবাইতে আসে। কারণ তখনো ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্সআপ নির্ধারণ হয়নি। ভারতের ম্যাচটি দুবাইতে হবে, তাই সেই ম্যাচের প্রস্তুুতি নিতে পাকিস্তান থেকে দুই দলই দুবাইতে আসে। ভারতের ম্যাচ শেষে নির্ধারিত হয়ে গেছে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ফলে অন্য সেমিফাইনাল খেলতে দক্ষিণ আফ্রিকা আবারো পাকিস্তানে যাচ্ছে। ‘বি’ গ্রুপের সবক’টি ম্যাচ পাকিস্তানেই হয়েছে। ভারতের আপত্তির কারণে তাদের ম্যাচগুলো দুবাইতে হচ্ছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত আগে ব্যাট করে ২৪৯ রান তুলেছিলো শ্রেয়ার্স আয়ারের হাফ সেঞ্চুরিতে। জবাবে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড কেন উইলিয়ামসের হাফ সেঞ্চুরির পরও ২০৫ রানে অলআউট হয়েছে।
টস হেরে ব্যাট করতে নামা ভারত শ্রেয়ার্স আয়ার, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলের ব্যাটে চড়ে নির্ধারিত ওভারে নয় উইকেটে ২৪৯ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৭৯ রান করেন শ্রেয়ার্স আয়ার। ৯৮ বলের ইনিংস সাজিয়েছেন চার চার ও দুই ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেছেন পান্ডিয়া। ৪৫ বলের ইনিংসে চারটি চার ও দু’টি ছক্কা হাঁকিয়েছেন তিনিও। তিন চার ও এক ছক্কায় ৬১ বলে ৪২ রান করেন অক্ষর প্যাটেল।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি পাঁচটি উইকেট লাভ করেন।
২৫০ রানের টার্গেটে খেলতে নামা নিউজিল্যান্ড কেন উইলিয়ামসনের লড়াইয়ের পরও ৪৫.৩ ওভারে ২০৫ রানে অল্আউট হয়ে যায়। সাত চারে ১২০ বলে ৮১ রানের দারুণ এক ইনিংস খেলেও দলের হার এড়াতে পারেননি উইলিয়ামসন। এক চার ও দুই ছক্কায় ৩১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন অধিনায়ক মিচেল স্যান্টনার। তিন চারে ৩৫ বলে ২২ রান করেছেন ওপেনার উইল ইয়ং।
ভারতের হয়ে বরুণ পাঁচটি ও কুলদ্বীয় যাদব দু’টি করে উইকেট লাভ করেন।
(সুরমামেইল/এএইচএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি