নিখোঁজের একদিন পর ২ শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৭

নিখোঁজের একদিন পর ২ শিশুর লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিবেদক :: মানিকগঞ্জের পৃথক দুইটি এলাকা থেকে নিখোজের ১দিন পর ২ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শিবালয় ও ঘিওর উপজেলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। শিশু দুটির নাম সাব্বির ও দুরন্ত। তাদের দুইজনের বয়স আনুমানিক ৭ বছর।

শিবালয়ের আরিচা ঘাটের পাশের একটি কবরস্থান থেকে শিশু সাব্বিরের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘিওরের সিঞ্জুরী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে শিশু দুরন্তর লাশ উদ্ধার করা হয়েছে। তার বাবার নাম শহিদুল ইসলাম। তিনি স্থানীয় পল্লী বিদ্যুতের অনুমোদিত ইলেক্ট্রিশিয়ান।

ঘিওর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ধারণা করছেন, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com