নিখোঁজ মিশরীয় বিমানের খোঁজে ভূমধ্যসাগরে তল্লাশি

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

নিখোঁজ মিশরীয় বিমানের খোঁজে ভূমধ্যসাগরে তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিস থেকে ৬৬ জন যাত্রী ও ক্রুসহ মিশরের কায়রোগামী ‘ইজিপ্ট এয়ারে’র বিমানটি ভূমধ্যসাগর অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলা আশঙ্কা করছেন মিশরীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ মে) মিশরের বেসামরিক বিমান চলাচল বিভাগের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আশঙ্কা করা হচ্ছে বিমানটি ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে।

বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৯ মিনিটে কায়রোর উদ্দেশ্যে শার্ল দা গল বিমানবন্দর ছাড়ে ফ্লাইট এমএস ৮০৪। যাত্রা শুরুর ২ ঘন্টা পরে, কায়রোর স্থানীয় সময় রাত ২টা ৪৫ মিনিটে রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় বিমানটি পূর্ব ভূমধ্যসাগর এলাকায় ৩৭ হাজার ফুট উচ্চতায় ছিল।

এদিকে, এক অসমর্থিত সূত্রের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানায়, গ্রিসের কারপতস দ্বীপ থেকে ১৩০ মাইল দূরে ভূমধ্যসাগরের বিধ্বস্ত হয়েছে বিমানটি। তবে এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানে ৩০ জন মিশরীয়, ১৫ জন ফরাসি, দুই জন ইরাকি ছাড়াও যুক্তরাজ্য, কুয়েত, সৌদি,কানাডা, সুদান, চাদ ও আলজেরিয়ার নাগরিক ছিল।

বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাব্য কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। বিমানটি উদ্ধারে তৎপরতা শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com