নিজামীর আইনজীবীরা মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য দণ্ড চান

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৫

নিজামীর আইনজীবীরা মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য দণ্ড চান

nijami1

সুরমা মেইলঃ অপরাধ প্রমাণিত হলেও মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য কোনো দণ্ড চেয়েছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আইনজীবীরা। নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।আপিল আবেদনের শুনানিতে বুধবার শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে আসামিপক্ষ এ দাবি জানায়।

বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে যুক্তিতর্ক উপস্থাপন করেন নিজামীর আইনজীবী এস এম শাহজাহান। এর মাধ্যমে শেষ হলো নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন।

আগামী ৭ ডিসেম্বর একদিন যুক্তিতর্ক উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ।৮ ডিসেম্বর আসামিপক্ষের জবাবি যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হবে এ আপিল মামলার শুনানি।

এর আগে গত ০৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ছয় কার্যদিবসে ট্রাইব্যুনালের রায়সহ মামলার নথিপত্র উপস্থাপন শেষ হয়।

মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনা হত্যা, বুদ্ধিজীবীদের গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এসব অভিযোগে ২০১৪ সালের ২৯ অক্টোবর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের পর ২৩ নভেম্বর মতিউর রহমান নিজামী আপিল করেন। মোট ১৬৮টি কারণ দেখিয়ে এ আপিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com