নিজেকে হিন্দু বলতে ভয় পাচ্ছেন অনুপম

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৬

নিজেকে হিন্দু বলতে ভয় পাচ্ছেন অনুপম

kher

বিনোদন ডেস্ক :  এতদিন বলিউডে অসহিষ্ণুতা বিতর্কে নাম জড়িয়েছিল খান নায়কদের৷ কিন্তু এ বার সে তালিকায় নিজের নামটিও জুড়ে দিলেন অনুপম খের৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, এখন এমন অবস্থা যে নিজেকে হিন্দু বলতেই ভয় করে৷ বরাবর সহিষ্ণুতার পক্ষেই সওয়াল করেছেন তিনি৷ আমির খান যখন স্ত্রীর দেশ ছাড়ার আশঙ্কার কথা প্রকাশ্যে বলেছিলেন, তখন সোচ্চার হয়েছিলেন তিনি৷ জানিয়েছিলেন, এই দেশই আমিরকে হিরো বানিয়েছে৷ সুতরাং সে কথা তাঁর স্ত্রীকে জানানো উচিত৷ এহেন অনুপম খেরই কেন উলটো অবস্থান নিলেন?আসলে হিন্দু বলতে ভয় করা নিয়ে তিনি যা বলতে চেয়েছেন তার মধ্যে লুকিয়ে আছে অনেকখানি শ্লেষ৷ সম্প্রতি তাঁর পদ্ম সম্মান পাওয়া নিয়ে বিতর্ক দানা বেঁধেছে৷ কোনও কোনও মহলের ধারনা সরকারপক্ষ সমর্থনের জন্যই তাঁর এই সম্মানপ্রাপ্তি৷ আর তাই তাঁর বক্তব্য, দেশের এখন এমন অবস্থা যে নিজেকে হিন্দু বলতে ভয় হয়৷ কেননা তাঁর মতে হিন্দুদের হয়ে কথা বললেই আরএসস কিংবা বিজেপি সমর্থক বলে দেগে দেওয়ার সমূহ সম্ভাবনা৷ অভিনয় জগতের আরও অনেকেই যে এমন ভয়ে আছেন, এমনটাই মনে করেন তিনি৷

অতীতে হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে অনেকাংশেই বক্তব্যে সহমত হতে দেখা গিয়েছে তাঁকে৷ আর তাই সমালোচনার শিকারও হয়েছেন দেশের অন্যতম সেরা এই অভিনেতা৷ সেই প্রেক্ষিতেই শ্লেষ করে এমন আশঙ্কার কথা জানালেন তিনি৷

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com