নিজের আঁকা ক্যাটরিনাকে উপহার

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৬

নিজের আঁকা ক্যাটরিনাকে উপহার

sk

বিনোদন ডেস্ক: রণবীরের সঙ্গে ক্যাটরিনা কইফের সম্পর্ক ভাঙার নেপথ্যে কে, তা নিয়ে এখনও জল্পনা চলছে বলিউডে। সেই তালিকায় যেমন রয়েছে রণবীরের মা নীতু কপূর এবং প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনের নাম, তেমনই বাদ যাননি ক্যাট সুন্দরীর প্রাক্তন প্রেমিক সালমান খানও।

আর এই গসিপের মধ্যেই বিগ বসের মঞ্চে ক্যাটরিনাকে একটি ‘স্পেশাল গিফট’ দিলেন সাল্লু মিঞা। তাতে এই জল্পনার আগুনেই ঘৃতাহুতি হল বলে মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।

তা কি সেই বিশেষ উপহার জানেন?

সম্প্রতি বিগ বসের মঞ্চে হাজির ছিলেন ক্যাটরিনা-সহ টিম ‘ফিতুর’। ওই ছবিতে আদিত্য রায় কাপূরের চরিত্রটি একজন পেন্টারের। সালমান মঞ্চে দাঁড়িয়ে আদিত্যকে ক্যাটরিনার ছবি আঁকতে অনুরোধ করেন। রিল লাইফের পেন্টার রিয়েল লাইফে এই প্রস্তাবে বেশ অস্বস্তিতে পড়েন।

ঠিক তখনই এই সুযোগ লুফে নেন ভাইজান। মঞ্চে দাঁড়িয়ে এঁকে দেন প্রাক্তন প্রেমিকার পোর্টেট। এমনকী তিনি এও বলেন, ‘‘ক্যাটরিনার মতো শক্ত মনের মানুষ আমি খুব কম দেখেছি। ইন্ডাস্ট্রিতে আমি ওর স্ট্রাগলের সাক্ষী।’’ এর পর নিজের আঁকা ক্যাটরিনাকে উপহার দেন সালমান।

এই ঘটনার পরই রণবীরের সঙ্গে ক্যাটরিনা সম্পর্কের ভাঙনের কারণ হিসেবে আরও বেশি করে উঠে আসছে সালমান খানের নাম। যদিও এ ব্যাপারে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি নায়ক।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com