সুরমা মেইলঃ বিতর্কিত কর্মকাণ্ডে সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসেন ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। সেক্স সিম্বল হিসেবে যিতি পরিচিত সর্ব মহলে। যিনি ভালোবাসেন নিজের যৌনতায় ঠাসা খোলামেলা শরীর অন্যকে দেখাতে। কাপড় খোলা তাঁর কাছে যেন কোন ব্যাপারই না। বরং অনেকটা নেশার মত। আরও একবার তিনি সেটাই প্রমাণ করলেন টুইটারে নিজের নগ্ন ছবি পোস্ট করে।
সম্প্রতি বেশকিছু ছবি টুইটারে পোস্ট করেছেন পুনম। যৌনতায় ঠাসা সে ছবিগুলোতে তাকে শরীরের বেশিরভাগ অংশই উন্মুক্ত করে রাখতে দেখা গেছে। নতুন ভাবে আলোচনায় আসার জন্যই তাঁর এই ফন্দি, অন্তত এমনটাই মনে করছেন বলিউড সংশ্লিষ্টরা। তবে ছবিগুলো দেখে তাঁর পুরোনো অ্যালবাম থেকে নেয়া বলেই মনে হয়।
নগ্ন হওয়ার জন্য পুনম সাধারণত বেছে নেন বিভিন্ন উপলক্ষ্যকে। পরিচিতিটা হয়েছিল ২০১১ ক্রিকেট বিশ্বকাপে। ওই সময় তিনি স্টেডিয়ামে উপস্থিত থেকে ঘোষণা দিয়েছিলেন ভারত বিশ্বকাপ জিতলে তিনি জনসম্মুখে নগ্ন হবেন। ভারত জিতলেও তিনি নগ্ন হন, হারলেও নগ্ন হন। নগ্নতা প্রদর্শন করাই যেন তাঁর ধ্যান-জ্ঞান। তবে সম্প্রতি টুইটারে ছড়ানো নগ্নতার উপলক্ষ্যটা কি সেইটা এখনও পরিষ্কার নয়।