সুরমা মেইলঃ সম্প্রতি একটি কন্ডোমের বিজ্ঞাপনে যৌন উত্তেজক দৃশ্যে সুটিং করে এক রাজনৈতিক নেতার তোপের মুখে পড়েন ইন্দো-কানাডিয়ান পর্নতারকা সানি লিওন। তবে সব সহ্য করে মুখ বন্ধ করে থাকার মতো মেয়ে নন তিনি। সুতরাং নিজের পক্ষে সোজাসাপটা জবাব- “যা করেছি বেশ করেছি।”
সম্প্রতি এক ইংরেজি দৈনিককে দেওয়া এক সাক্ষাত্কারে সানি বলেন, কন্ডোমের বিজ্ঞাপন করে ভুল কিছু তো করিনি। ব্যক্তিগত ভাবে কেউ মনে করতে পারেন এই বিজ্ঞাপন কারণে ধর্ষণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ। কিন্তু আমি মনে করি নিরাপদ যৌন মিলনের জন্যে কন্ডোমের কোনও বিকল্প নেই। কন্ডোম ব্যবহার করলে যৌন সংক্রমণের মাধ্যমে কোনও রোগ ছড়াবে না। এ ছাড়া সন্তান না চাইলে গর্ভনিরোধক ওষুধ না খেয়ে যৌন মিলনের সময় কন্ডোম ব্যবহার করা অনেক নিরাপদ।
সুতরাং সানির দাবি, শুধুমাত্র সেক্সের প্রচার করে তিনি কোনও ভুল করেননি।
কিন্তু তথাকথিত সমাজ রক্ষকরা ভারতে যে কোনও বিষয়ের জন্যই কেন সানিকে দায়ি করেন? নায়িকার নিজের কাছেও এর কোনও উত্তর নেই। সানি বলেন, ‘‘আমি নিজেকে অনেক বার এই প্রশ্ন করেছি। বোঝার চেষ্টা করেছি আমার দোষ কোথায়। কিন্তু কোনও উত্তর পাইনি।”
ক্যারিয়ারে বাধা আসবেই। আর তা ভাল ভাবেই জানেন পর্ন ক্যারিয়ার ছেড়ে বলিউডে পা রাখা সানি। তাই সমালোচনাকে বিশেষ পাত্তা না দিয়ে আপাতত মন দিয়ে অভিনয়টাই করতে চান নায়িকা।