নিজের ‘সম্পদ’ আর দেখাবেন না : কিম

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬

নিজের ‘সম্পদ’ আর দেখাবেন না : কিম

download-2বিনোদন ডেস্ক :: সোশ্যাল মিডিয়ায় আর ‘সম্পদ’ দেখাবেন না কিম কার্দাশিয়ান! সেটাই কি স্বাভাবিক নয়? আপনি বুক ফুলিয়ে আপনার মূল্যবান সম্পদের ছবি দিলেন সোশ্যাল নেটওয়ার্কে। তার পর এলো দুষ্কৃতীরা। হাত-পা পিছমোড়া করে বেঁধে লুটে নিয়ে গেল সব! তার পরে আপনিও কি ঠিক এই প্রতিজ্ঞাই করবেন না?

দিন কয়েক আগেই খবর এসেছিল, প্যারিসে এক হোটেলের ঘরে দুষ্কৃতীদের হাতে পড়েছিলেন দুনিয়া-কাঁপানো ডাকসাইটে এই যৌনপ্রতিমা। দুষ্কৃতীরা তার হাত-পা বেঁধে, বন্দুক দেখিয়ে লুঠ করে নেয় প্রায় ১ কোটি টাকার গয়নাগাটি এবং আরও কিছু মূল্যবান জিনিসপত্র! পুলিশ এখনও সেই দুষ্কৃতীদের খুঁজছে।

এ ঘটনার পর প্রতিজ্ঞা করেছেন কিম- আর কোনো দিন তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত সম্পদের ছবি পোস্ট করবেন না। কেন না জানা গেছে, এর আগে সোশ্যাল মিডিয়ায় কিমের পোস্ট করা এক হিরের আংটি দেখে তার খোঁজেই এসেছিল দুষ্কৃতীরা!

যাই হোক, কিম এখন নিদারুণ মনোকষ্টে রয়েছেন! সেই হিরার আংটি না-ই বা হলো হাতছাড়া, যা গেছে তার দামও তো বড় কম নয়! তবে সুখের কথা, শুভার্থীরা রয়েছেন কিমের পাশেই! যেমন, পর্নহাব সংস্থার কর্ণধার কোরি প্রাইস। তিনি ওই সংস্থার পক্ষ থেকে ৫০ হাজার ডলারের পুরস্কারমূল্যও ঘোষণা করেছেন। শর্ত একটাই- যিনিই ওই দুষ্কৃতীদের খোঁজ দিতে পারবেন, তিনিই পাবেন এই বিপুল অঙ্কের পুরস্কার!

তিনি বলেন, ‘কিম আমাদের পরিবারের মেয়ে! ওর এই দুঃখের দিনে আমরা যদি পাশে না থাকি, তাহলে কে থাকবে।’

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com