নিজ নিজ কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৬

নিজ নিজ কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি

Manual3 Ad Code

BNP
সুরমা মেইল নিউজ : রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। আজ ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ এ অনুমতি দেয়। একই সঙ্গে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি পেয়েছে আওয়ামী লীগ। দুপুরে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের জানান, বিশেষ বিবেচনায় বিএনপিকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। একইভাবে আওয়ামী লীগকেও সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বিএনপি ও আওয়ামী লীগ ঢাকা মেট্রোপলিটন পুলিশে আবেদন করেছিল। একইস্থানে সমাবেশ ঢাকায় ডিএমপি কোন দলকেই অনুমতি দেয়নি। গতকাল অনুমতি না পাওয়ায় দুই দলের পক্ষ থেকে জানানো হয়েছিল সোহরাওয়ার্দীতে অনুমতি না পেলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে। ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে বিএনপি ও গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে আওয়ামী লীগ কর্মসূচির ডাক দেয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code